মার্ভেল কমিকস্–এর স্পাইডারম্যান সিরিজের পরবর্তী ছবি স্পাইডারম্যান–৩–র প্রথম ছবি প্রকাশিত হল। নতুন ছবিতে মাস্ক পরে দেখা যাচ্ছে স্পাইডি–কে।
টম হল্যান্ডের লুকে দেখা যায়, স্পাইডারম্যান মাস্কের ওপর আরও একটি মাস্ক পরে রয়েছেন। করোনার এই সময়ে ভাইরাস থেকে বাঁচতে সারাবিশ্বেই বেড়েছে মাস্কের ব্যবহার। মাস্ক পরতে হলো স্পাইডারম্যানকেও। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন নিয়ে আনা হয়নি।
অনেকটা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান ‘ফার ফ্রম হোম’-র সাথে মিল রেখেই তৈরি হয়েছে এবারের কস্টিউম। ছবিটির ক্যাপশনে হল্যান্ড লেখেন- ‘আমি দুটি মাস্ক পরে রয়েছি। আপনিও পরুন।’
স্পাইডারম্যান সিরিজের শেষ ছবি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। সেখানেই স্পাইডারম্যান পিটার পার্কারের পরিচিতি বলা হয়েছিল। আগামী ছবিতেও ইলেক্ট্রোর ভূমিকায় জেমি ফক্স এবং জে জোনাহ্ জেমসনের ভূমিকায় জেকে সিমন্সই থাকবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি