সিমলার চেয়ে ‘ম্যাডাম ফুলি’ নামে তাঁকে বেশি মানুষ চেনেন। একটি চরিত্র হয়ে দর্শক হৃদয়ে বেঁচে থাকতে পারাটা একজন শিল্পীর অনেক বড় পাওয়া বলেও মনে করেন সিমলা। তবে বলিউড পর্দায় ডানা মেলার স্বপ্ন নিয়ে বেশ কয়েক বছর ধরে মুম্বায়ে বসবাস করছিলেন তিনি।
মুম্বাইয়ের মীরা রোডের বাড়ি থেকে গত মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসেন সিমলা। দেশে ফিরে গত নয় নভেম্বর গণমাধ্যমকে সিমলা জানিয়েছেন বিয়ে করে সংসারী হতে চান তিনি। সিমলা জানিয়েছেন পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলেই বিয়ের কাজটা সেরে নিতে চান তিনি।
রাজধানী ঢাকায় মালিবাগের একটি বাড়িতে থাকেন সিমলা। মুম্বাই যাওয়ার আগেও তিনি সেখানেই থাকতেন তিনি। বিয়ের ব্যাপারে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে তো করতেই চাই, কিন্তু আমার মন বোঝে, এমন পাত্র তো পেতে হবে। পরিবার থেকে পাত্র খোঁজা চলছে। কী হয় দেখার অপেক্ষায় আছি। মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। অভিনয় জীবনে ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বেশ কয়েক বছর ধরে দেশের সিনেমায়ও অনিয়মিত সিমলা। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।
নিউজ ডেস্ক/বিজয় টিভি