লাক্সতারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে ‘লাক্স সুপারস্টার’ এর মুকুটি নিজের করে নেন মিম। এরপর থেকে শোবিজে তার পথচলা শুরু। সেই শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তবে মিম তার ফিল্মি ক্যারিয়ারে ডেবিউ করেন এরপরের বছর।
২০০৮ সালের কথা। দেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিটি দিয়ে বড় পরিসরে সবার নজরে আসেন চিত্রনায়িকা মিম। নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়-নৈপুণ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন মিম।
২০০৯ সালে এসে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ধরা দেন বরেণ্য নির্মাতা জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। কিন্তু ২০১৪ সালে এসে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন এই চিত্রনায়িকা।
নির্মাতা খালিদ মাহমুদ মিঠু’র ‘জোনাকির আলো’ ছবিতে অভিনয় করে এই পুরস্কার জিতে নেন মিম। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন মিম। ছোট পর্দাতে যেমন কাজ করেছেন বড় পর্দাতেও ধরে রেখেছেন অভিনয়ের ধারাবাহিকতা।
এদিকে মিম অভিনীত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ নামের একটি ছবি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি। রায়হান রাফির ‘পরাণ’ নামের একটি ছবির কাজ মিম শেষ করেছেন করোনাকাল আসার আগেই। যুক্ত আছেন আরও কিছু ছবিতে।
‘পরাণ’ ছবিটি মুক্তি না পেলেও ১১ নভেম্বর ‘হোয়াট দ্য ফ্রাই’ নামের নির্মাতা অনম বিশ্বাসের একটি ওয়েব ফিল্মে শুটিং শুরু করছেন মিম। কাজ শুরুর প্রস্তুতি নিলেও করোনার সংক্রমণ নিয়ে দুশ্চিন্তায় মিম।
এদিকে, ১০ নভেম্বর নিজের জীবন খাতায় মিম যুক্ত করে নিলেন নতুন ইনিংস। জন্মদিনে কেক কেটে দিন শুরু করেছেন মিম। জন্মদিনে বিজয় টিভির পক্ষ থেকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে শুভেচ্ছা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি