মুক্তি পেল থ্রিলার ও ডার্ক কমেডি ধাঁচের ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’। তরুণ নির্মাতা আবরার আতহার নির্মাণ করেছেন এই ওয়েব ফিল্মটি। থ্রিলার ও ডার্ক কমেডি ধাঁচের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।
‘মাইনকার চিপায়’ শুধুমাত্র বিনোদন নির্ভর ওয়েব ফিল্ম নয়। এতে দেখানো হয়েছে মাদকাসক্তি কীভাবে একজন মানুষকে দুর্বল করে এবং বিপদে ফেলে। ছবির গল্পটি জুড়ে রয়েছে রোমাঞ্চকর থ্রিলার কমেডি।
শুধু তাই নয়। এখানে একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্রের কোন মিল নেই। ২৭ অক্টোবর অন্তর্জালে প্রকাশ পেয়েছিল ওয়েব ফিল্মটির ট্রেলার। অবশেষে ৯ নভেম্বর ওভার দ্যা টপ প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবালে মুক্তি পেল বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’।
নির্মাতা আবরার আতহার জানান, কমেডি থ্রিলার ধাঁচের এ সিরিজটির প্রত্যেকটি চরিত্র আলাদা গুরুত্ব বহন করে। জি-ফাইভ গ্লোবালের সহায়তা ছাড়া সময়মতো ছবিটির কাজ সম্পন্ন করা সম্ভব হতো না।
অভিনেতা আফরান নিশো’র ভাষ্য, এই ধরনের ফিল্মে এটাই তার প্রথম কাজ। গ্লোবাল জি-ফাইভ, গুড কোম্পানি ও টিমের সবাই কাজটি সফলভাবে শেষ করতে কঠোর পরিশ্রম করেছে। দর্শকরা নিঃসন্দেহে সিরিজটি পছন্দ করবে।
জি ফাইভের অ্যাপে বিশ্বের যে কোনো জায়গা থেকে ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক। জি ফাইভ গ্লোবালের চারটি অরিজিনাল ওয়েব ফিল্ম সিরিজের প্রথমটি ‘মাইনকার চিপায়’। আগামীতে বাকি তিনটি ছবিও এতে দেখানো হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি