দীর্ঘ সময় বলিউড থেকে দূরে ‘আশিক বানায়া আপনে’ দিয়ে বলিউডে অভিষেক করা তনুশ্রী দত্ত। ২০১৮ সালে বিটাউনের এই অভিনেত্রি আবার চর্চায় উঠে আসে ‘মি টু’-র জোয়ারে। বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি।
আবার সিনেমার দুনিয়ায় আসতে চলেছেন তনুশ্রী। ইনস্টাগ্রামের এক দীর্ঘ পোস্টে নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
বলিউড ছেড়ে কিছুদিন কাজ করেছেন তথ্যপ্রযুক্তি নিয়ে। তথ্যপ্রযুক্তির পেশার ক্ষেত্রে দুর্দান্ত কাজের সুযোগ ছিল তনুশ্রীর। কিন্তু ৩৬ বছর বয়সী এই বলিউড নায়িকা আবার আবারও ফিরতে চান বলিউডের এই রঙিন দুনিয়ায়।
ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানালেন, ওয়েব সিরিজ আর সিনেমায় কাজ করবেন তনুশ্রী। তিনি লেখেন, ‘অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি।
এই করোনার সময় কবে শুটিং শুরু করবেন তা এখনো ঠিক হয়নি। তবে এরইমধ্যে একটি বিজ্ঞাপনের জন্য শুটিং করেছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি