কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ শিরোনামের একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির নবাগত নায়িকা জাহারা মিতু। সিনেমার প্রথম লটের চিত্রায়ণ হয়েছে কলকাতায়। কিন্তু পরের লটের কাজ করোনায় থমকে যায়।
পরে পরিকল্পনা অনুযায়ী ১৪ অক্টোবর লোকেশন দেখতে দুবাই গিয়েছিলেন দেব। তার সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক শামীম আহমেদ রনী এবং কলকাতার টিম। বাংলাদেশ থেকে পুরো টিম দুবাই রওনা হওয়ার কথা ছিল ২৯ অক্টোবর।
গেল ১ নভেম্বর থেকে সেখানে চিত্রায়ণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা। কিন্তু ভিসা জটিলতায় আটকে গেলো সে পরিকল্পনাও। জানা গেছে, দুবাইয়ের শুটিং পরিকল্পনাও বাতিল হতে পারে। কারণ সবার ভিসা দেয়নি দুবাই দূতাবাস।
এদিকে, বাংলাদেশ থেকে যারা আবেদন করেছিল তাদের ভিসা হলেও ভারতের টেকনিক্যাল টিমের অনেকেরই ভিসা হয়নি। তাই বাংলাদেশ-ভারতেই বাকি অংশের চিত্রায়ণ করতে হবে। এখন সে পরিকল্পনাই করছে টিম।
দুবাইয়ের চিত্রায়ণ আপাতত হচ্ছে না স্বীকার করে ছবিটির প্রযোজক সেলিম খান জানান, করোনা এবং বিভিন্ন কারণে দুবাইয়ের শুটিং প্ল্যান আপাতত বাতিল করতে হয়েছে। ১৮ থেকে ২৭ নভেম্বর কলকাতার অংশের শুটিং হবে কলকাতায়। তারপর ঢাকার অংশের কাজ শুরু হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি