তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। অভিনয় করেছেন হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও। শোনা যাচ্ছে রজনীকান্তের বায়োপিক তৈরি করা হবে। আর এই সিনেমায় রজনীকান্তের ভূমিকায় অভিনয় করবেন তার মেয়ে জামাই অভিনেতা ধানুশ।
ছবির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে খবরটি ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।
ছবির অন্যান্য চরিত্রে কারা থাকবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও। ধারণা করা হচ্ছে, ছবির ব্যাপারে শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ধানুশের হাতে বেশ কয়েকটি সিনেমা আছে। তাকে কার্তিক সুবরাজের নির্মাণে ‘জাগামে থানধিরাম’ ছবিতে দেখা যাবে। এছাড়াও তার হাতে আছে কারনান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি