‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী । ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে খবর এল, নতুন আরেকটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন অপু ও বাপ্পী। প্রিয় কমলা শিরোনামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করছেন শাহরিয়ার নাজিম জয়।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তৈরি হবে প্রিয় কমলা ছবিটি। পরিচালক নাজিম জয় গণমাধ্যমকে জানান, ১৮ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। ছবিতে দুটি গান থাকছে। এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে এই মুহূর্তে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছায়াবৃক্ষ সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস। গতকাল ১৪ নভেম্বর অপু জানান, আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষর না হলেও এ ছবিতে অভিনয়ের ব্যাপারে মৌখিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
পরিচালক জয় জানান, ‘ছবিটি নিয়ে এ মুহূর্তে খুব বেশি কিছু বলতে চাই না। কয়েকজনের সঙ্গে এ ছবিতে অভিনয়ের ব্যাপারে আলাপ হয়েছিল। একটা পর্যায়ে মনে হয়েছে, তাঁদের কেউ পর্দায় গল্পটি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারবেন না।
এরপর অপু বিশ্বাস ও বাপ্পীর সঙ্গে কথা হয়। সত্যি বলতে তাঁরা দুজন আমাকে মুগ্ধ করেছেন।’ এদিকে বাপ্পী জানিয়েছেন , ‘ছবিটিতে অভিনয় করছি। অন্য রকম কিছু একটা হবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি