ফোন কিংবা কম্পিউটার স্ক্রিনে আবদ্ধ বর্তমান প্রজন্মের শৈশবকে তুলে ধরার ভাবনা নিয়েই রাজ চক্রবর্তী তৈরি করছেন হাবজি-গাবজি। সদ্যই মা হয়েছেন শুভশ্রী আর এই ছবিতেও বছর পাঁচেকের এক পুত্র সন্তানের মা হিসাবে দেখা যাবে তাকে।
ছবির গল্পে দেখা যাচ্ছে শুভশ্রী ও পরমব্রত দুজনেই চাকরি করে। আর বাড়িতে একা মোবাইলে ডুবে থেকে ক্রমাগত একগুঁয়ে, জেদি ও মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে তাদের ছেলে আদরের ছেলে টিপু।
একটা সময় এমন আসে যে তাদের ছেলে আয়ত্তের বাইরে চলে যায়। শুভশ্রী-পরমব্রত কি তাদের ছেলেকে পুরোপুরে হারিয়ে ফেলবেন? সে উত্তর অবশ্য ছবি মুক্তির পরই মিলবে।
খাবারের টেবিল থেকে পড়াশোনার টেবিল বা কাজের ডেস্ক, বিছানায় থেকে বাথরুম- আজকাল সর্বত্রই সকলের হাতে মোবাইল ফোন। এই মুঠোফোনের ব্যবহার আপনার পরিবার বিশেষত আপনার সন্তানের উপর কী ফেলে সেই গল্প বলবে এই ছবি। তবে একদম পারিবারিক গল্পের বাইরে গিয়ে ছবিটি শেষে হয়ে উঠবে একটি সাইকো-থ্রিলার।
এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন পরমব্রত ও শুভশ্রী। ‘পরিণীতা’র পর এই ছবিতে ফের একবার শুভশ্রীকে অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে, তা ট্রেলারেই বেশ স্পষ্ট। ‘হাবজি গাবজি’র ট্রেলার দেখার পর এখন সিনেমাপ্রেমীদের অপেক্ষা ছবি মুক্তির। যদিও ছবির পরিচালক রাজ চক্রবর্তী এখনও সিনেমা মুক্তির দিন ঘোষণা করেননি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি