আজ ৩০ শে জানুয়ারি এ প্রজন্মের জনপ্রিয় পপ গায়ক খন্দকার বাপ্পির জন্মদিন। ঢাকা মোহাম্মদপুরের সম্ভ্রান্ত খন্দকার বাড়ির সন্তান পপ গায়ক বাপ্পির জন্মদিনে দেশ বিদেশে ছড়িয়ে থাকা ভক্তরা উইশ করে যাচ্ছে একের পর এক। পারিবারের সদস্যদের সাথে নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কাটেন তিনি।
সঙ্গীত জগতে খন্দকার বাপ্পি তার সু-মধুর কন্ঠে জয় করে নিয়েছেন হাজার ভক্তের হৃদয়। গেয়েছেন দেশের জনপ্রিয় লিজেন্ডদের সাথে। তার মধ্যে পপ লিজান্ড ফেরদৌস ওয়াহিদের সাথে গাওয়া গান ‘নাচ পাগলা নাচ’ বেশ জনপ্রিয় ।
খন্দকার বাপ্পির গানের জগতে বিচরণ হয় দেশের ট্যালেন্ট হান্টার গীতিকার হিসেবে খ্যাত নন্দিত লেখক অনুরূপ আইচের হাত ধরে। খন্দকার বাপ্পির জনপ্রিয় সব কটি গানই অনুরূপ আইচের লেখা। গানগুলো হচ্ছে- ঈদ এসেছে, শোন মানুষ, বাংলাদেশ, নাচ পাগলা নাচ, আই লাভ ইউ, তাকদুমাদুম দুম, ভাষা তোমার জন্যে ইত্যাদি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি