তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা প্রযুক্তি নির্ভর অনেক কিছুই করতে পেরেছি৷ এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া৷ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে তৈরি করা৷ একই সময়ে আমাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষিত একটি যুবসমাজ গড়তে হবে৷
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সাইবার নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷
প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশকে ডিজিটালাইজনের জন্য আমরা সজীব ওয়াজেদ জয়ের (প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা) নেতৃত্বে নিরলস কাজ করেছি৷ এখন সময় দেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করা৷ সাইবার স্পেসের কোনো লিমিটেশন নেই৷ এখনই সময় আমাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে আরও সতর্ক হওয়া৷
করোনায় আমাদের শিক্ষা, টেলিমেডিসিন চিকিৎসা, এমনকি বিচারকাজও অনলাইনে করা হয়েছে৷ ডিজিটাল হেলথ রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ডিজিটাল এডুকেশনসহ প্রযুক্তিনির্ভর সব স্থাপনাতেই আমাদের দক্ষ জনবল গড়ে তুলতে হবে৷ এ কারণেই আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি, বেসরকারি চাকরিজীবীসহ জনগণকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে৷
তিনি বলেন, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণ করছি সেখানে কেউ এগুলোর ওপর নজরদারি রাখছে৷ কীভাবে নিরাপদ সাইবার সেবা পাওয়া যাবে এবং নিজেকে সুরক্ষিত রাখা যাবে সেদিকে খেয়াল রেখেই আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা অ্যাওয়ার্ডের আয়োজন করেছি৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিটি সচিব শামসুল আরেফিন, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান, ইউএনডিপির বাংলাদেশের প্রতিনিধি স্টিফেন লিলার ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহসহ আরও অনেকে৷