গাজীপুরের টঙ্গী, নাটোর ও বরগুনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। গেলরাতে গাজীপুরের টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত নামের এক মাদক ব্যবসায়ী নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাালে পাঠানো হয়েছে।
এদিকে নাটোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহের আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বিদেশি পিস্তল, গুলি, বেশকিছু ইয়াবা ও ফেনসিডিল।
র্যাব জানায়, লালপুর উপজেলার জয়ন্তীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান মেহের আলী।
এছাড়া ভোরে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রফিকুল নামে এক ব্যক্তি নিহত হন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি