পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে চলনবিলের তাড়াশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
হত্যার ঘটনার সঙ্গে জড়িত সকল আসমিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদে ময়মনসিংহেও মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।এদিকে সুবর্ণা নদী হত্যার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও শিঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার নদীর প্রাক্তন স্বামী রাজীব ও তার বাবা আবুল হোসনসহ ৫-৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নদীর মা। গেল মঙ্গলবার পাবনার রাধানগরে নদীকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি