বিশ্বকাপ ব্যর্থতার পর বিশ্রামের নাম করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে ‘সাময়িক অবসর’ নিয়েছেন লিওনেল মেসি। এ বছরেই জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলবেন না আর্জেন্টাইন তারকা। ‘সাময়িক অবসর’ থেকে কবে দলে ফিরবেন, সেটাও স্পষ্ট করে জানাননি। মেসির বিশ্রামের সঙ্গে তাল মিলিয়ে তার ’১০ নম্বর’ জার্সিটিকেও `বিশ্রাম’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মানে মেসির বিশ্রামের সময়টাতে তার ’১০ নম্বর’ জার্সিও থাকবে বিশ্রামে!
গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে মেসিবিহিন আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে। মেসির সঙ্গে অনুপস্থিত মেসির ’১০ নম্বর’ জার্সিও। এই দুটি ম্যাচে মেসির ’১০ নম্বর’ পরে কেউই খেলবেন না। কাউকে বরাদ্দই দেওয়া হয়েছে। কিংবদন্তি ‘১০ নম্বর’ জার্সিটি এএফএ তুলে রেখেছে মেসির জন্য।
এক সময় ১০ নম্বর পরে খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ’১০ নম্বর’ জার্সিটিকে কিংবদন্তিতূল্য করেছেন তিনিই। তার বিদায়ের পর এর-ওর হাত বদলে অনেক দিন ধরেই আর্জেন্টিনার সেই ‘১০’ মেসির গায়ে। তার অনুপস্থিতিতে জার্সিটা অন্য কারো গায়েই উঠার কথা ছিল। কিন্তু মেসির সম্মানার্থেই কিনা, ১০ নম্বর জার্সিটিকে ‘বিশ্রাম’ দিয়েছে এএফএ।
কিন্তু জার্সিটিকে সাময়িক বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে বিতর্কই সৃষ্টি করেছে এএফএ। বিস্ময়কর হলেও সত্যি, বাইরের কেউ নয় খোদ আর্জেন্টিনা দলের মধ্য থেকেই বোর্ডের এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। প্রশ্নটা তুলেছন গোলরক্ষক সার্জিও রোমেরো। যিনি বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়লেও আবার ফিরে এসেছেন দলে। মেসির অনুপস্থিতিতে ’১০ নম্বর’ জার্সিটিকে বিশ্রাম দেওয়ার বিষয়টি মানতেই পারছেন না তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি