পিএসজিতে লিওনেল মেসির চুক্তির আর বাকি এক বছর। ঠিক এমন সময়েই তার সাবেক ক্লাব বার্সেলোনা মেসিকে ফেরানোর স্বপ্ন দেখছে। মূলত ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার কথা থেকেই আর্জেন্টাইন মহাতারকার বার্সায় ফেরার গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠতে থাকে।
সেই গুঞ্জনটা সম্প্রতি আরও বাড়ল। শোনা যাচ্ছে, সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গে বার্সেলোনার সম্পর্ক দিন দিন ভালোর দিকেই যাচ্ছে। যার ফলে আগামী গ্রীষ্মে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা এখন খুবই জোরালো।
৩৫ বছর বয়সী এই ফুটবলার গেল গ্রীষ্মে বার্সেলোনা ছাড়েন। তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়তে হয়, কারণ নিজেদের অর্থনৈতিক দুরবস্থার কারণে তাকে নতুন চুক্তি দেওয়ার সামর্থ্য ছিল না কাতালান ক্লাবটির।
এরপর মেসি পাড়ি জমান পিএসজিতে। সেখানে তার চুক্তি দুই বছরের, যার এক বছর কেটে গেছে ইতোমধ্যেই। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, মেসির সঙ্গে চুক্তিতে পিএসজি আরও এক বছর চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগও রেখে দিয়েছে।
চলতি মৌসুমের শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ মেসির। ফলে এখন থেকেই শুরু হয়ে গেছে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা। বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে বেশ। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা মৌসুম শুরুর আগে একাধিকবার মেসিকে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পিএসজিও সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। চুক্তি নবায়ন করে মেসিকে অন্তত আরও এক বছর ধরে রাখার ইচ্ছা আছে ক্লাবটির কর্তাদের।