আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।
বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ড নারী দলকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে চ্যাম্পিয়নের তকমা নিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহন করবে নিগার-সালমারা। ফাইনালে উঠে আগেই আগামী বছরের বিশ্বকাপে খেলার নিশ্চিত করেছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
এর আগে ২০১৪ সালে স্বাগতিক হবার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৫ সালের বাছাই পর্বে রানার্স-আপ এবং ২০১৮ ও ২০১৯ সালে দু’বার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিলো বাংলাদেশ।