টাঙ্গাইলে মহর আলী নামে এক ব্যবসায়ীর খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত মহর আলী বউ বাজারে ফাহিম ফার্নিচার নামে একটি দোকান চালাতো। রোববার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। পরে রাতেই টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়। সোমবার সকালে পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেস থেকে তার খন্ডিত লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি