বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টিতে জোর দেয়া হচ্ছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন। বলেন, সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। যে শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তারও কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি