আবরার হত্যা মামলা অতি দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক।
আজ (বৃহস্পতিবার) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মামলার এজাহার করা হয়েছে। এ হত্যা মামলার যে প্রকৃতি তাতে হয়তো অনেকের নাম এজাহারে আসেনি। আর তাই তদন্ত সাপাক্ষে পুলিশ প্রকৃত দোষীদের খুজে বের করবে বলে জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, ৬ আসনের সাংসদ আয়েশা ফেরদৌসসহ আরোও অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি