বগুড়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে শিশু ধর্ষণের ঘটনায় যদি কোনো সেনা সদস্যের সম্পৃক্ততা থাকে তবে তাকেও শাস্তি পেতে হবে।
আজ (বৃহস্পতিবার) সকালে বগুড়া সেনানিবাসে ষষ্ঠ সাঁজোয়া কোরের পুর্নমিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনা প্রধান আরোও বলেন, আইএসপিআর থেকে বিফ্রিং দেওয়া হয়েছে। আর তাই বিগ্রেডিয়ার জেনারেলের নেতৃত্বে তদন্ত আদালত গঠন করা হয়েছে। এ ঘটনায় কোনও সেনা সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে শুধু চাকরিচ্যুৎ নয়, তাকে সিভিল জেলেও পাঠানো হবে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা ছাড়াও আর্মার্ড কোরের কর্মকর্তারা অংশ নেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি