নীলফামারী ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
আজ (শুক্রবার) সকালে নীলফামারীর কিশোরগঞ্জে মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছে। কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, মাইক্রোবাস যোগে একই পরিবারের ১০ জন বগুড়ায় নিকটাত্মীয়ের দাফন কাজে অংশ নেয়ার জন্য যাচ্ছিল।
পথিমধ্যে যাত্রীবাহী একটি বাসের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।
অন্যদিকে, গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি