বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
আজ (সোমবার) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।
সরকারকে লাথি দিয়ে ক্ষমতা থেকে নামাতে হবে, ডক্টর কামাল হোসেনের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ মানুষ যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। সে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ।
আর সেদেশে রাজাকার-আলবদর, বিএনপি-জামায়াতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে যেসব ন্যক্কারজনক কথাবার্তা বলছেন সেজন্য ডক্টর কামালকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে এদেশের আপামর জনগণ শিগগিরই এর জবাব দেবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি