রাজবাড়ী ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
সকালে রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর নতুন রাস্তা নামক স্থানে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আফাজ উদ্দিন শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, আফাজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরায় বাস চাপায় সাত্তার শেখ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি