চট্টগ্রামে ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে প্রকাশিত রির্পোটে তাদের করোনা পজিটিভ আসে।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গত ২৯ মে ফটিকছড়ি থানা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আক্রান্তদের থানার ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, ফটিকছড়ি থানার কয়েকজন পুলিশের জ্বর থাকায় আগে থেকেই তাদের আলাদা রাখা হয়েছিল। থানার সবাই সর্তক আছে। পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি