করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন।
আজ (শুক্রবার) দুপুরে তিনি উপজেলা পরিষদে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি সম্পৃক্ত নির্ধারিত প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে সভা করেন।
সভায় তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। এ ঈদে মানুষকে গ্রামে আসতে নিষেধ করবেন। কারণ মানুষের ঢলে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি