পিরোজপুরের স্বরূপকাঠিতে অজ্ঞাত পরিচয়ের ২ জনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে সমুদয়কাঠী লঞ্চ ঘাট এলাকা থেকে একটি এবং গতকাল রাতে উপজেলার মাগুরা গ্রামের মাগুরা খালের মোহনা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, মৃতদেহ দুটির মধ্যে একটি গলিত। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি