ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস মডেল কলেজের নতুন ভবন নির্মাণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ছন্দুমিয়া পাড়ায় কলেজ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ওয়াদুদুল বারী চৌধুরী নান্টু। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ নাগের সভাপতিত্বে ও খাদ্য অধিকার বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এ,কে,এম বাবুল হকের পরিচালনা এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোতাসিম বিল্লাহ, এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জোম্মান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহম্মেদ রাজ্জি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউর রহমান কলেজের প্রিন্সিপাল ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি মনসুর আলী দানা, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুল আজিজ প্রমূখ। সভায় বক্তারা কলেজটির নতুন ভবন নির্মানে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন। সভায় বিপুল সংখ্যক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি