নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর। এই উপলক্ষে আজ (রবিবার) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা শান্তি পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হকসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে খাগড়াছড়ি রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি