বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ৪টি আগ্নেয়াস্ত্রসহ মো: সিরাজুল ইসলাম (৫০) নামে ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ ডিসেম্বর) উপজেলার দক্ষিন বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সিরাজুল ইসলাম একই এলাকার বাসিন্দা মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি দুর্নীতি দমন কমিটির সভাপতি ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, নাশকতা সৃষ্টির জন্য সিরাজুল ইসলাম নিজ বাড়িতে অস্ত্র সংরক্ষণ রাখেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ৩টি দেশীয় তৈরি এবং ১টি এলজি রাইফেল জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্রসহ সিরাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-১১ (বিজিবি)। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।