চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের দেহে। এদের মধ্যে ৬৯ জন নগরীর ও ১০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৩৫১ জনে। এ সময় কোন রোগীর মৃত্যু হয়নি।
শনিবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ এসেছে।