চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তাকে প্রেমের ফাঁদে পেলে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে, সিএমপি বাকলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
তিনি জানান, পেশাদার অপরাধী চক্রটিতে ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে। বিভিন্ন নারীদের ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিকে তারা মোবাইল ফোনে কথার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে।
পরে, দেখা করার নামে বিভিন্ন বাসা বা নির্জন জায়গায় নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেয়। চক্রটির সদস্যরা চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।