চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২শ’ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শুক্রবার সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর পাঁচটি ল্যাবে ১ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন ২শ’ জন বাহকের মধ্যে শহরের বাসিন্দা ১৬৯ জন এবং আট উপজেলার ৩১ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ হাজার ৪৪০ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ২৯ হাজার ৬১০ জন ও গ্রামের ৭ হাজার ৮৩০ জন। উপজেলা পর্যায়ে শনাক্ত ৩১ জনের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১৫ জন, রাউজান ও পটিয়ায় ৪ জন করে, চন্দনাইশে ৩ জন, লোহাগাড়ায় ২ জন এবং রাঙ্গুনিয়া, সীতাকুন্ড ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন।
গতকাল করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে জেলায় মৃতের সংখ্যা ৩৮৩ জনই রয়েছে। এর মধ্যে ২৮২ জন শহরের ও ১০২ জন গ্রামের। সুস্থ্যতার ছাড়পত্র দেয়া হয় ৭৩ জনকে। ফলে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৩ হাজার ৩৯৮ জনে উন্নীত হলো।
এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪ হাজার ৫৪৮ জন ও বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২৮ হাজার ৮৫০ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ১৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪৯ জন।