যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার পর দেশটির শেয়ারবাজারে ব্যাপক উত্থান ঘটেছে।ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিন, বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচক রেকর্ড ১ দশমিক ৪ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়। অন্যদিকে প্রযুক্তিভিত্তিক নাসডাক সূচক বেড়েছে ২ শতাংশ। এই সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র নেটফ্লিক্সের দাম বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে ডাও জোন্স সূচক বেড়েছে ২৫৭ পয়েন্ট। অর্থনীতিবিদরা জানায়, করোনা মহামারিতে বাইডেন মার্কিন অর্থনীতির হাল ধরবেন এমন প্রত্যাশায় শপথের দিনই ওয়াল স্ট্রিটে শেয়ার বাজার চাঙ্গা হয়। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুই–তৃতীয়াংশ কোম্পানিরই দাম বেড়েছে।
এদিকে, ওয়াল স্ট্রিটের মতো ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারেও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।