বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য নির্ধারিত প্রতিষ্ঠান কর্তৃক এলসি খোলার সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মেহেদী হাসান জানান, চাল আমদানির শর্তে বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে এলসি খোলার নিয়ম ছিলো। সেটা এখন ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এর ফলে আমদানিকারকরা তাড়াহুড়া না করে আস্তে ধীরে চাল আমদানি করতে পারবে।
গত ১৭ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় ৬৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি দেয়।