কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানাতে ট্রাম্প ‘ইকোনমিক ফোর্স’ ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হয়েছিল।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে ট্রুডো বলেন, ‘কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই।’
ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হতে পেরে উপকৃত।
এদিকে মার-এ-লাগোতে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কানাডা অধিগ্রহণের জন্য সামরিক শক্তি ব্যবহার করার কথা বিবেচনা করছেন কিনা।
জবাবে ট্রাম্প বলেন, সামরিক শক্তি না, অর্থনৈতিক শক্তি। কারণ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যিই কিছু হবে।
ট্রাম্প, দীর্ঘদিন ধরে কানাডার দুর্বল অর্থনীতির সমালোচনা করে আসছেন। এর আগে ট্রাম্প কানাডা থেকে পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দেন। কানাডার প্রায় ৭৫ শতাংশ পণ্য ও পরিষেবা রফতানি করা হয় যুক্তরাষ্ট্রে।
এদিকে মঙ্গলবার, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, ‘ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যায় তিনি জানেন না কিভাবে কানাডা এত শক্তিশালী দেশে পরিণত হয়েছে। ট্রাম্পের হুমকিতে আমরা কখনও পিছপা হব না।’
এর আগে ট্রুডো সোমবার অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রধানমন্ত্রীর পদ এবং তার ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। লেবারেল পার্টি থেকে যিনি নির্বাচিত হবেন তিনিই কানাডার আগামী নির্বাচনে দলের হয়ে লড়বেন বলেও জানান ট্রুডো।
এদিকে রক্ষণশীল নেতা পিয়েরে পোইলিভর এক্স-এ অন্য একটি পোস্টে বলেছেন, কানাডা কখনই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে না। আমরা একটি মহান এবং স্বাধীন দেশ।