জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল।
রোববার (২০ জুলাই) এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলের গুলিতে ডজন খানেক মানুষ আহত হয়েছেন। খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বার বার গুলিতে এটা ছিল সবচেয়ে বেশি মানুষ নিহতদের ঘটনা। যার মধ্যে শনিবার নিহত ৩৬ জনও রয়েছে। এছাড়া দক্ষিণ গাজায়ও ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল।
এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজায় জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। কারণ সেখানে তারা তাৎক্ষণিক হুমকি মনে করেছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছে- নিহতদের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। কারণ তারা মানবিক সহায়তাকারী ট্রাকের ওপর ইচ্ছাকৃতভাবে কোনো হামলা চালায় না।
তবে দক্ষিণ গাজায় ছয় ফিলিস্তিনিকে হত্যার ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।