শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে।
দেশটির মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এ মামলা করে।
মামলায় বলা হয়েছে, গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের কাছে একটি চার্চে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা আগ্রাসী হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছুঁড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন করেছে।
ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকা কয়েকজন বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ মামলা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, কর্মকর্তা ও ফেডারেল সম্পত্তি রক্ষায় তা দরকার ছিল। এদিকে এ পর্যন্ত আমেরিকায় ১০ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।