ভারতের উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
মঙ্গলবার রাতে, রাজ্যটির গোন্ডা জেলার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ২ জন নারী রয়েছে।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে প্রতিবেশিরা বেরিয়ে আসেন। ততক্ষণে বাড়ির ছাদ ধসে পড়ে। এসময় ধ্বংসস্তুপের নিচে ৭ জনকে আটকে পড়ে থাকতে দেখা যায়। পরে, তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।