মাঠে এবং মাঠের বাইরে নিয়মিত আলোচনায় থাকেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরওয়ার্ড সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে গোল করেছেন ১০টি। তবে পিএসজির হয়ে কোনো গোলে সহায়তা নেই তার। এছাড়া মৌসুমের শুরুতে নেইমারের সঙ্গে পেনাল্টি নিয়ে প্রকাশ্যে ঝামেলায় জড়ানো তো রয়েছেই। সব মিলিয়ে সমালোচনা পিছু ছাড়ছে না এমবাপ্পের।
এবার খেলা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হলেন পিএসজি তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারী এমবাপ্পের প্রেমিকা।
এমন গুঞ্জন ওঠার পরই প্রশ্ন ওঠে, কে এই নারী। জানা গেছে, এমবাপ্পের সঙ্গে ছবির ওই নারী আর কেউ নন, প্লেবয় সাময়িকীতে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্রচ্ছদে জায়গা পাওয়া ইনেস পাউ। ছেলে হিসেবে জন্ম নেওয়া ইনেস পাউ পরবর্তীতে নিজেকে নারীতে রূপান্তরিত করেছেন।
২৩ বছর বয়সী ফরাসী তারকার নতুন প্রেমিকার বয়স ৩২ বছর! এমবাপ্পের সঙ্গে ফরাসি মডেল পাউয়ের ছবি দেখার পর তার বিষয়ে নানা প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে ইতালি ও ফরাসি গণমাধ্যমগুলো। সেখান থেকেই জানা যায়, কীভাবে ১৬ বছর বয়সে নিজের লিঙ্গ অস্ত্রোপাচারের মাধ্যমে রূপান্তর করিয়েছেন ইনেস পাউ।
এমবাপ্পে ও পাউয়ের একসঙ্গে ছবি ও গণমাধ্যমের খবর দেখে ফরাসি তারকার ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, আসলেই কি রূপান্তরিত নারী মডেলের সঙ্গে প্রেম করছেন এমবাপ্পে? বাকিটা সময়-ই বলে দিবে।