আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসার কথা অজানা নয় বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। আগামী জুনে কলকাতা সফরে আসার কথা রয়েছে এই তারকা গোলরক্ষকের। কিন্তু বাংলাদেশি ভক্তদের টানে সেসময় এ দেশেও আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে তার এই ইচ্ছাপূরণ হতে যাচ্ছে শীঘ্রই। এর মধ্যেই বাংলাদেশিদের উদ্দেশ্যে মার্তিনেজ নিজের ফেসবুক পেজে লিখলেন, আমি তোমাদের ভালোবাসি।
গত সোমবার ফেসবুকে এক পোস্টে আসন্ন এই সফর নিয়ে মার্তিনেজ লিখেছেন, হ্যালো সবাই, আমি ৩ জুলাই থেকে ৫ই জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অগুণিত আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। এরপরই মার্টিনেজ লিখেছেন, আমি তোমাদের ভালোবাসি!
মার্তিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছে ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন তিনি। কদিন আগে শতদ্রু দত্ত জানিয়েছিলেন, মার্তিনেজ নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। তিনি বলেন, যেহেতু সে কলকাতা আসছেই, তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে এসে।
তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এমি মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই গোলরক্ষক কাতার বিশ্বকাপের ফাইনালের একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে বড় বাঁচা বাঁচিয়েছিলেন। খেলার একেবারে শেষ মিনিটে যখন স্কোর ৩-৩, এই অবস্থায় তার বাম পা ছুঁড়ে দিয়ে অসম্ভব ক্ষিপ্রতায় ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানির জোরালো শট ঠেকিয়ে দেন। এরপর টাইব্রেকারেও দারুণ সফল ছিলেন তিনি। ফাইনালে অসাধারন নৈপুন্যের জন্য কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক হন এমিলিয়ানো মার্তিনেজ।