ফরাসি ক্লাব পিএসজিতে নেইমার যোগ দেয়ার পর থেকেই আলোচনায় আসতে থাকে ক্লাবটি। এরপর একই পথ ধরে প্রথমে আনহেল ডি মারিয়া এবং ২০২১ সালে আসেন লিওনেল মেসি। পিএসজিতে এমবাপ্পে-মেসির মতো তারকাদের আগমন মূলত নেইমারের কারণিই হয়েছে বলে মনে করেন ব্রাজিলের বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি। এ সময় ১০০ মিলিয়ন বা এর চেয়ে বেশি অঙ্কের দলবদলগুলোর ব্যর্থতাকেও সামনে এনেছেন তিনি।
নেইমারের জন্য বিপুল অঙ্কের অর্থ খরচ করলেও মাঠে এ ব্রাজিলিয়ান ফরোওয়ার্ডের কাছ থেকে সামান্যই পেয়েছে পিএসজি। ক্লাবটির চাওয়া ছিল ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শিরোপা চ্যাম্পিয়নস লিগ জেতা। নেইমার-এমবাপ্পে এবং মেসি, এই ত্রয়ীকে দিয়েও সেই স্বপ্ন পূরণ করতে পারেনি তারা। তবে মাঠের খেলায় তেমন কিছু না পেলেও মাঠের বাইরে নেইমারের কারণে পিএসজি অবিশ্বাস্য সুবিধা পেয়েছে বলে মনে করেন কারি।
তবে বিপণনের দিক থেকে নেইমারের কাছ থেকে পিএসজি যা পেয়েছে, সে হিসেবে নেইমার ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সস্তা খেলোয়াড় বলে মনে করেন ব্রাজিলিয়ান এই এজেন্ট।
এদিকে কয়েক দিন আগে এমএনএম ত্রিফলার ব্যর্থতা নিয়ে কথা বলেছেন নেইমার নিজেও। রিয়াল মাদ্রিদে গ্যালাকটিকোর ব্যর্থতার উদাহরণ টেনে নেইমার বলেছিলেন, ‘গ্যালাকটিকোও রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেনি। সুতরাং এমন হতেই পারে। আমাদের তিনজনকেই বিশ্বসেরা বলা হয়। পিএসজিতে আমাদেরকে নিয়ে একটা দুর্দান্ত দল গড়া হয়েছিল। আমাদের ব্যর্থতাটা পুরোপুরি ফুটবলীয়।
নিজেদের ব্যর্থতার দায় দুর্ভাগ্যের ওপর চাপিয়ে নেইমার আরো বলেন, ফুটবল তো আর কেক তৈরির রেসিপি নয়, এটি মাঠে গিয়েই খেলতে হয়।
মেসির ইন্টার মায়ামিতে যোগ দেয়ার মাধ্যমে বিদায়ে এমএনএম ত্রিফলা এরই মধ্যে ভেঙে গেছে। এমবাপ্পেও আর থাকতে চাচ্ছেন না পিএসজিতে। তাই ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে নেইমারের কাঁধেই থাকবে পিএসজির দায়িত্ব।