আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মাঠে নামা মানেই একের পর এক রেকর্ড। এরই ধারাবাহিকতায় আগের ম্যাচে জোড়া গোলের পর এবার হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আজ এক বছর পর মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের শেষ দিনে আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।
বাংলাদেশ সময় রোববার ভোরে, প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ন্যাশভিল সকার ক্লাবের বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। এদিন মেজর সকার লিগ ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকার দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ে যায় ন্যাশভিল।
ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ৩ গোল ও এক অ্যাসিস্ট করেছেন এলএমটেন। হ্যাটট্রিকের মাধ্যমে চলতি এমএলএস আসরে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গার গোল ২৪টি।
এর আগে, ২০২৪ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। গত বছরও ঠিক ১৯ অক্টোবরেই হ্যাটট্রিক করেছিলেন ফুটবল জাদুকর। আজ পেশাদার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিকটি যেন কাকতালীয়ভাবে তারই এক পুনরাবৃত্তি।
এদিকে, লিওর হ্যাটট্রিকে ৩৪ ম্যাচে ১৯ জয় ও ৮ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিনে থেকে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিনসিনাটি। আর ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া। অন্যদিকে, নিয়মিত মৌসুমে তৃতীয় হওয়ায় এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে আবার ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।