করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (২৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ড. হাছান মাহমুদ করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা দোয়া করেছেন এবং পাশে ছিলেন সবার জন্য অনেক কৃতজ্ঞতা।’
সম্প্রতি শারীরিক অসুস্থতাবোধ করলে করোনা টেস্ট করেন ড. হাছান মাহমুদ। রিপোর্ট পিজিটিভ আসলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি