গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৮ মামলার আসামি চিনু মিয়া পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জের হাতিয়াদহ বাঁধে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার রাত ১০টার দিকে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাঁধ এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ চিনুকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি