ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকরির সু-নির্দিষ্ট নীতিমালা ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল চত্ত্বরে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ সরকারি বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড নির্ধারনের পাশাপাশি বিনা কারণে চাকরি থেকে ছাটাই বন্ধের দাবি জানান। এছাড়া, সরকার কর্তৃক সংগঠনটির স্বীকৃতি প্রদানের দাবিও জানান বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি