ময়মনসিংহে উচ্ছেদের আগে পুনর্বাসন চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাস্তুহারা জনগণ।
সকালে নগরের থানারঘাট থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা। ব্রহ্মপুত্র বাস্তুহারা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সমিতির নেতাকর্মীরা জানান, ব্রহ্মপুত্র নদের পাড়ে উচ্ছেদ অভিযানের কারণে ৩ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। তাই প্রথমে পুনর্বাসন করে তারপর উচ্ছেদের দাবি জানান তারা। পরে সংগঠনের সাধারণ সম্পাদক সুরুজ আলীর নেতৃত্বে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, সিটি মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি