গাইবান্ধা মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা প্রায় ৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। দুই দিন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শহরের থানামোড় থেকে চারমাথা পর্যন্ত অভিযান চালানো হয়।
এসময় রাস্তার দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ঘরবাড়িসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সওজ অধিদফতরের ‘এস্টেট অ্যান্ড ল’ অফিসার মো. মাহবুবুর রহমান ফারুকী এ অভিযানে নেতত্ব দেন।
এ সময় গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি