বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুত গোপালগঞ্জসহ টুঙ্গিপাড়া।
ইতোমধ্যে মুজিব বর্ষ উদযাপন ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ।
বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে নবরূপে সাজানো হয়েছে। গোপালগঞ্জসহ পুরো টুঙ্গিপাড়ায় বানানো হয়েছে অসংখ্য তোরণ। টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে প্রস্তুত হয়েছে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুশিল্পীরা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতির জন্য যা কিছু করার প্রয়োজন ছিল তা ইতোমধ্যেই প্রায় সম্পন্ন করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি