গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মিঠু মণ্ডল নামে এক যুবক নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন অন্তত সাত জন। সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমি নিয়ে বাকী মণ্ডলের সঙ্গে একই গ্রামের আরিফুল গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাসুয়ার কোপে ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি