সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদুল-উল আযহা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে বিজিএফ খাদ্য শষ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আয়োজিত কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী, পৌরসভার সচিব আবুজর গিফরীসহ সূধীজন উপস্থিত ছিলেন। এ কর্মসূচীর আওতায় পৌরসভার ৪ হাজার ৬শ দরিদ্র পরিবারকে বিজিএফ খাদ্য শষ্য সহায়তা প্রদান করা হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি